লিউকোমিয়ায় ঢাবি ছাত্রের মৃত্যু

আবু তালহা
আবু তালহা

লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবু তালহা ভূ–তত্ত্ব বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী ওই শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ছাত্রের মৃত্যুতে শোক জানিয়ে প্রক্টর বলেন, একজন শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া অত্যন্ত পীড়াদায়ক। আমরা আবু তালহার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই৷
প্রয়াত আবু তালহা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন। তাঁর হলের একজন বন্ধু প্রথম আলোকে জানান, লিউকোমিয়া নিয়ে কিছুদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন আবু তালহা। রক্তকণিকার অস্বাভাবিক হ্রাস দেখা দিলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাওয়া হয়েছে। সেখানেই দাফন হবে।