কোভিডে আক্রান্ত বগুড়ার জ্যেষ্ঠ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়ার জ্যেষ্ঠ চিকিৎসক হাবিবুর রহমান। শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে আজ বৃহস্পতিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

৯২ বছর বয়সী হাবিবুর রহমানের বাড়ি বগুড়া শহরের সূত্রাপুর ঈদগাহ লেনে। আজ বাদ এশা বগুড়ার শহরের ভাইপাগলার মাজার মসজিদে জানাজা শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সীমিতসংখ্যক লোকজন নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ভাইপাগলার কবরস্থানে দাফন করা হয়।

হাবিবুর রহমানের নিকটাত্মীয় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন প্রথম আলোকে বলেন, অধ্যাপক হাবিবুর রহমান রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন। এরপর তিনি কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় কয়েক দিন আগে তিনি কোভিডে আক্রান্ত হন। এরপর তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আজ ভোরের দিকে তাঁর মৃত্যু হয়।