বগুড়ায় আইসোলেশনে কোভিড উপসর্গে কিশোরের মৃত্যু

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

কোভিড-১৯–এর (করোনাভাইরাস) উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্টসহ কোভিডের উপসর্গ নিয়ে আইসোলেশনে তার মৃত্যু হয়। ওই কিশোরের বাড়ি কাহালু উপজেলায়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে কোভিড পজিটিভ শনাক্ত সাতজনসহ আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হলো।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই কিশোরকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে গতকালই পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আজ সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় হাসপাতাল চত্বরে জানাজা শেষে তার লাশ দাফনের জন্য কাহালু উপজেলায় পাঠানো হয়েছে।