মাগুরায় মারা গেলেন কোভিডে আক্রান্ত বৃদ্ধ কৃষক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরায় কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে দবির শেখ (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার কান্দা বাঁশকোটা গ্রামে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ হয়ে মারা গেলেন ছয়জন।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৭ জুন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দবির শেখের নমুনা সংগ্রহ করা হয়। ২৯ জুন তাঁর করোনা পজিটিভ ফলাফল এলে হাসপাতালে করোনা ইউনিটে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়। গত শনিবার শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে বাড়িতে ফিরে যান দবির শেখ। গতকাল রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ৬১ জন সুস্থ হয়ে গেছেন। নমুনা পাঠানো হলেও গত চার দিন নমুনার কোনো ফলাফল তাদের হাতে পৌঁছায়নি। তিনি জানান, যশোরে ল্যাব বন্ধ থাকায় মাগুরার নমুনা এখন খুলনায় পাঠানো হচ্ছে। এ কারণেই নমুনা পরীক্ষার ফলাফল পেতে দেরি হচ্ছে।