বরিশালে কোভিডে আক্রান্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

পুলিশের এসআই মীর ফারুক। ছবি: সংগৃহীত
পুলিশের এসআই মীর ফারুক। ছবি: সংগৃহীত

বরিশালে করোনাভাইরাসে (কোভিড–১৯–এ) আক্রান্ত জেলা পুলিশের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম মীর ফারুক (৫১)। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে বরিশাল জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

হাসপাতাল সূত্র জানায়, ৫ জুলাই এসআই মীর ফারুকের করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিনই তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামে।

গত ২৯ জুন বিকেলে বরগুনার আমতলী থানার উপপরিদর্শক মেজবাহ উদ্দীন (৫৪) একই হাসপাতালে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।