নীলফামারীতে চীনা নাগরিকসহ ৫ জনের করোনা শনাক্ত

নীলফামারী জেলায় এক চীনা নাগরিকসহ নতুন করে আরও পাঁচজন কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৩। সুস্থ হয়েছেন ৩১৮ জন। মারা গেছেন আটজন।

সিভিল সার্জন রনজিত কুমার বর্মণ আজ বুধবার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে জেলা সদরের চারজনের এবং সৈয়দপুর উপজেলার একজনের করোনাভাইরাস প্রতিবেদন পজিটিভ আসে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন ৪২৩ জন।

নতুন করে আক্রান্ত পাঁচজনের মধ্যে জেলা সদরের উত্তরা ইপিজেডের ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিমিটেডের ৪৫ বছর বয়সী এক চীনা নাগরিক, নীলফামারী পৌরসভার বাবুপাড়া মহল্লার একজন, সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বাবুরহাট খয়রাত নগর এলাকার এক নারীসহ দুজন এবং সৈয়দপুর উপজেলা শহরের মিস্ত্রি পাড়ার একজন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, জেলায় পরীক্ষার জন্য মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৫৪টি। ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ৬৯৭টির।