খুলনা বিভাগে আরও ২৫৭ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৮ জন। বিভাগের মোট রোগীর ৪৫ শতাংশ খুলনার। যশোর ও কুষ্টিয়াতে রোগীর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ আজ বুধবার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম কোভিড-১৯–এ আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ।
নতুন শনাক্ত ২৫৭ জনের মধ্যে খুলনা জেলায় ৬৮ জন, বাগেরহাটে ৩১, চুয়াডাঙ্গায় ১১, যশোরে ৫০, ঝিনাইদহে ১৪, কুষ্টিয়ায় ২৬, মাগুরায় ৭, মেহেরপুরে ১ জন, নড়াইলে ১৮ ও সাতক্ষীরায় ৩১ জন রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুসারে, সংক্রমণ ও মৃত্যু—দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনা জেলা শীর্ষে। মোট সংক্রমিত ৬ হাজার ৮ জনের মধ্যে ২ হাজার ৬৮০ জনই খুলনা জেলার। এর মধ্যে আবার শুধু খুলনা নগরের ২ হাজার ১৩৬ জন। এ ছাড়া বাগেরহাটে ২৩৩ জন, চুয়াডাঙ্গায় ২৬৯, যশোরে ৮০৫, ঝিনাইদহে ৩৩৩, কুষ্টিয়ায় ৮১৫, মাগুরায় ১৭৬, মেহেরপুরের ৯৫, নড়াইলে ৩২৩ ও সাতক্ষীরা জেলায় ২৭৯ জন শনাক্ত হয়েছেন।