২০ হাজার টাকায় বিক্রি হলো মাছটি

কক্সবাজারের মহেশখালীতে জেলের জালে ধরা পড়া সাড়ে ২২ কেজি ওজনের কোরাল মাছ। ছবি: প্রথম আলো
কক্সবাজারের মহেশখালীতে জেলের জালে ধরা পড়া সাড়ে ২২ কেজি ওজনের কোরাল মাছ। ছবি: প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ। বুধবার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়ার সামনের নদীতে স্থানীয় জেলে নুর বাদশাহর জালে ধরা পড়ে মাছটি। পরে বাজারে ২০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

জেলে নুর বাদশাহ বলেন, অনেক দিন ধরে নদীতে জাল বসিয়ে মাছ শিকার করে পরিবার চালান তিনি। কিন্তু কোনো দিন জালে এমন বড় মাছ ধরা পড়েনি। মাছটি বিক্রি করার জন্য গোরকঘাটা বাজারে নিয়ে গেলে তা দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করেন। পরে সাড়ে ২২ কেজি ওজনের কোরাল মাছটি ২০ হাজার টাকায় বিক্রি করেন তিনি।