ফরিদপুরে কোভিডে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে শাজাহান মোল্লা (৭০) নামের এক এক ব্যক্তি মারা গেছেন। জেলার ‘করোনা ডেডিকেটেড’ হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

শাজাহান মোল্লা জেলার সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের নতুন বাজার গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।

ওই বৃদ্ধের পরিবার সূত্রে জানা গেছে, জ্বর, কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে গত ৩০ জুন শাজাহান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। ৪ জুলাই প্রতিবেদনে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানা যায়। পরের দিন ৫ জুলাই তিনি ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, কোভিডে আক্রান্ত শাজাহান মোল্লা গতকাল রাতে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সদরপুর উপজেলার পূরবী গোলদার নামের এক ব্যক্তি জানান, শাজাহান আলীর লাশ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুর শহরের আলীপুরের পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।