খুলনা বিভাগে কোভিড রোগী সাড়ে ছয় হাজার ছাড়াল

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়াল। শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ৩৩৭ জনের মধ্যে খুলনা জেলায় ১০৭ জন, বাগেরহাটে ৭, চুয়াডাঙ্গায় ২, যশোরে ১১৮, ঝিনাইদহে ১২, কুষ্টিয়ায় ৩৮, মাগুরায় ৪, নড়াইলে ১৮ ও সাতক্ষীরা জেলায় ৩১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬০৬। এর মধ্যে মারা গেছেন ১১৪ জন। মারা যাওয়া লোকজনের মধ্যে খুলনা জেলায় ৪৩ জন, কুষ্টিয়ায় ১৯, যশোরে ১৪, নড়াইল ও মাগুরায় ৭ জন করে, মেহেরপুর ও ঝিনাইদহে ৬ জন করে, সাতক্ষীরায় ৫ জন, বাগেরহাটে ৪ ও চুয়াডাঙ্গায় ৩ জন রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ জানান, বিভাগে নতুন করে ১৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ২ হাজার ৪০১ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৩৭ শতাংশ।