চবি উপাচার্য করোনা আক্রান্ত

শিরীণ আখতার
শিরীণ আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য শিরীণ আখতারসহ তাঁর পরিবারের সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তাঁদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে উপাচার্য বলেন, সামান্য জ্বর আসায় পরিবারের সাতজন পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সন্ধ্যায় ফলাফল পজিটিভ আসে। এরপর তাঁরা ঘরে থেকে চিকিৎসা শুরু করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান প্রথম আলোকে জানান, গত দুই মাসে শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে অন্তত ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন।