মির্জাপুরে আরও ছয় পুলিশ সদস্যের করোনা

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় পুলিশ সদস্যসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৩০৮ জন করোনায় সংক্রমিত হলেন।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) একজন উপপরিদর্শক (৪৮), একজন সহকারী উপপরিদর্শক (৫২), তাঁর স্ত্রী (৪৩), একজন নায়েক (২৬) এবং তিনজন কনস্টেবল রয়েছেন।

পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার রাজীবুল হক জানান, পিটিসির নিজস্ব স্টাফ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে আবাসন–সংকটের কারণে আসা পুলিশ সদস্যদের মধ্যে উপসর্গ থাকায় এ পর্যন্ত ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জন শনাক্ত হয়েছেন। ইতিমধ্যে তিনজন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। আর ১৫ জন ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মির্জাপুরে সব মিলে ৩০৮ জন করোনা সংক্রমিত রোগীর মধ্যে পাঁচজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৩২ জন। অন্য ১৭১ জন বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।