ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত

ফরিদপুরে পদ্মা নদীর পানি আবার বাড়া শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও ৩ সেন্টিমিটার বেড়েছে। আর ১০ সেন্টিমিটার পানি বাড়লেই বিপৎসীমায় পৌঁছাবে।

ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা সুরজুল আমিন জানান, গত শনিবার বেলা তিনটা থেকে রোববার বেলা তিনটা পর্যন্ত ফরিদপুরে ২৩ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। বর্ষাকাল ধরেই এ রকম আবহাওয়া থাকবে।

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, তাঁর ইউনিয়নের এখনো আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। বৃষ্টিপাতের ফলে চর এলাকার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৃষ্টির কারণে নিত্যপ্রয়োজনীয় কাজে বের হতে পারছেন না মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পদ্মা নদীর পানি দ্বিতীয় দফার মতো বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক দিনে আরও পানি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।