রাজশাহীতে আরও ১০৯ জনের কোভিড শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহী জেলায় ২৪ ঘণ্টায় দুটি ল্যাবে আরও ১০৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০১। রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৬৬ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৩ জনের শরীর করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় সংক্রমিতদের মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ ও র‌্যাব সদস্য রয়েছেন।

রাজশাহী জেলার সিভিল সার্জন মোহা. এনামুল হক জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১০৯ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী নগরের রয়েছেন ৭৮ জন। এখন পর্যন্ত জেলায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহী নগরের রয়েছেন ৮ জন। আর সুস্থ হয়েছেন ৩২১ জন।