কুমিল্লায় আরও ১১০ জনের করোনা শনাক্ত

কুমিল্লা জেলায় আরও ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৭৪। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২০ জন, লাকসাম উপজেলায় ২৩, চৌদ্দগ্রামে ১৮, বরুড়ায় ৮, সদর দক্ষিণে ৭, মুরাদনগর, মেঘনা, তিতাস ও আদর্শ সদর উপজেলায় ৫ জন করে, হোমনায় ৩, দাউদকান্দি ও ব্রাহ্মণপাড়ায় ২ জন করে ও বুড়িচং উপজেলায় ১ জন রয়েছেন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন জানান, জেলায় এ পর্যন্ত ২১ হাজার ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৪৫৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে। জেলায় মোট করোনা সংক্রমিত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৪। এর মধ্যে মারা গেছেন ১২২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৭ জন।