ডিএসসিসির সুপারভাইজার চাকরিচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ইকবাল আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে চাকরি হতে অপসারণ করা হয়।

ডিএসসিসির চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে তাঁকে চাকরি হতে অপসারণ করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশ উল্লেখ রয়েছে।
সংস্থাটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, চাকরিচ্যুত করা ডিএসসিসির এই কর্মচারীর ব্যক্তিগত নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি ২০০৮ সালের ২৩ এপ্রিল মাদকদ্রব্য বহনের অপরাধে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
এ ছাড়া দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, তহবিল তছরুপ ও প্রতারণার দায়ে তাঁর বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ নভেম্বর, ২০১৭ সালের ১৩ এপ্রিল এবং ২০১৮ সালের ৪ নভেম্বর বিভাগীয় মামলা করা হয়।