করোনায় সিএমপির উপকমিশনারের মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপকমিশনার মো. মিজানুর রহমান (৪৬) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

আজ সোমবার ভোরে ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।

মিজানুর রহমান সিএমপির গোয়েন্দা শাখার দক্ষিণ জোনে কর্মরত ছিলেন।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (সদর) মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ২৩ জুন মিজানুরের করোনা শনাক্ত হয়। ওই দিন তাঁকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। হালকা শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৯ জুন তাঁকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

সিএমপিতে এ পর্যন্ত পাঁচজন পুলিশ সদস্য করোনায় মারা গেছেন। এ ছাড়া জেলা পুলিশের আরও দুই সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের মৃত্যুতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।