ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হবিগঞ্জের তিন সাংবাদিকদের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার তিন সাংবাদিক জামিন পেয়েছেন। আজ সোমবার সকালে হবিগঞ্জের জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেন তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

জামিন প্রাপ্তরা হলেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন ও প্রধান প্রতিবেদক তারেক হাবিব।
ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকের জামিন মঞ্জুরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পত্রিকাটির আইন উপদেষ্টা আইনজীবী শিবলী খায়ের।
এর আগে গত ২৮ জুন তিন সাংবাদিক হবিগঞ্জ থানায় আত্মসমর্পণ করলে ওই দিনই হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের হাজির করা হয়। এ সময় বিবাদী পক্ষের আইনজীবীরা তাঁদের জামিনের আবেদন জানালে জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমার হবিগঞ্জ পত্রিকায় স্থানীয় সাংসদ আবু জাহিরের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের জেরে গত ২০ মে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির সম্পাদকসহ চারজনের নামে মামলা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। ২১ মে পত্রিকার কার্যালয় থেকে পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাশকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় বাদী অভিযোগ করেছিলেন, হবিগঞ্জ সদরের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ অসত্য সংবাদ প্রকাশ করে এবং সেই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
পরবর্তী সময়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশ গত ১৪ জুন উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন।