জাল কোটি টাকাসহ দুজন গ্রেপ্তার

ঢাকার বড় মগবাজার এলাকা থেকে জাল এক কোটি টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। ছবি: সংগৃহীত
ঢাকার বড় মগবাজার এলাকা থেকে জাল এক কোটি টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। ছবি: সংগৃহীত

ঢাকার বড় মগবাজার এলাকা থেকে জাল এক কোটি টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। আজ সোমবার দুপুরে র‌্যাবের ওই অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. পলাশ (৩২) ও মো. রিফাত (২৮)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এম পারভেজ আরেফিন প্রথম আলোকে বলেন, জাল এক কোটি টাকাসহ হাতেনাতে পলাশ ও রিফাতকে গ্রেপ্তার করা হয়। বছর দেড়েক ধরেই তারা জাল টাকা তৈরি করে আসছিল। এর মধ্যে তারা জাল ৭০ লাখ টাকা বাজারে ছেড়েছেন। প্রতি লাখে পেয়েছেন ১২ থেকে ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তাঁরা ডিশ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ইদানিং ব্যবসা ভাল না যাওয়ায় তাঁরা জাল টাকা তৈরির কাজে যুক্ত হন।