করোনা, করোনা বলে বসে থেকে তো লাভ নেই

এগারোখানে রাস্তায় করোনাভাইরাসসহ বিভিন্ন ধরনের চিত্র এঁকে ও লিখে মানুষকে সচেতন করা, নিজস্ব উদ্যোগে মাস্ক তৈরি করে বিতরণ করা, বিনা মূল্যে সাপ্তাহিক হাট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ছবি: সংগৃহীত
এগারোখানে রাস্তায় করোনাভাইরাসসহ বিভিন্ন ধরনের চিত্র এঁকে ও লিখে মানুষকে সচেতন করা, নিজস্ব উদ্যোগে মাস্ক তৈরি করে বিতরণ করা, বিনা মূল্যে সাপ্তাহিক হাট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ছবি: সংগৃহীত

মাটি দিয়েই বানিয়েছেন বেঞ্চ, জলছত্র, তুলসী পিঁড়ি, অশ্বত্থ গৃহ নামের গোল ঘর, সোফা, ডিভানসহ নানা কিছু। নান্দনিক বসার ব্যবস্থাটির নাম দেওয়া হয়েছে নিপবন। শিক্ষার্থীদের বসার জন্য বটগাছের গোড়া, কৃষ্ণচূড়াগাছের গোড়া আর বাঁশঝাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন গ্রাম নান্দনিকভাবে সাজানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন বনানী বিশ্বাস। বনানী খুলনা বিভাগের যশোর ও নড়াইলের কিছু এলাকা মিলে পরিচিত ‘এগারোখান’ অঞ্চলের মেয়ে নন, বউ। তাই কিছু কটু কথা বা নেতিবাচক কথাও হজম করতে হয়।

বেসরকারি সংস্থা অভিযানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বনানী। মার্চ মাসে দেশে লকডাউন শুরুর কয়েক দিন আগেই বনানী ৯ বছর বয়সী মেয়ে অগ্নিবীণাকে নিয়ে তাঁর শ্বশুরের গ্রাম হাতিয়াড়ায় যান। এখনো তিনি সেখানেই আছেন। মেয়ের স্কুল খোলার পর তিনি মেয়েকে নিয়ে ঢাকায় ফিরবেন। এগারোখানের ১১টা গ্রাম নমশূদ্র-অধ্যুষিত।

‘অভিযান’ ১০ বছর ধরে ঢাকা, খুলনা, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের দলিত সম্প্রদায় নিয়ে কাজ করছে। এগারোখানে রাস্তায় করোনাভাইরাসসহ বিভিন্ন ধরনের চিত্র এঁকে ও লিখে মানুষকে সচেতন করা, নিজস্ব উদ্যোগে মাস্ক তৈরি করে বিতরণ করা, বিনা মূল্যে সাপ্তাহিক হাট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এগারোখানের বেশির ভাগ মানুষ কৃষি, দিনমজুর, গ্রামের বাজারে ছোট ব্যবসা, গরুর দুধ বিক্রি, জুতা তৈরি, মাছ বিক্রি, সেলুনে চুল কাটার কাজসহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

বিভিন্ন গ্রাম নান্দনিকভাবে সাজানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন বনানী বিশ্বাস। মাটি দিয়েই বানিয়েছেন বেঞ্চ, জলছত্র, তুলসী পিঁড়ি, অশ্বত্থ গৃহ নামের গোল ঘর, সোফা, ডিভানসহ নানা কিছু। ছবি: সংগৃহীত
বিভিন্ন গ্রাম নান্দনিকভাবে সাজানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন বনানী বিশ্বাস। মাটি দিয়েই বানিয়েছেন বেঞ্চ, জলছত্র, তুলসী পিঁড়ি, অশ্বত্থ গৃহ নামের গোল ঘর, সোফা, ডিভানসহ নানা কিছু। ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি আগে বিয়ে হয়েছে বনানী বিশ্বাসের। খুলনার মেয়ে বনানী বাংলায় এম এ করেছেন। টেলিফোনে তিনি বলেন, এগারোখান অঞ্চলের মানুষ শিক্ষাকে গুরুত্ব দেন। প্রায় প্রতি বাড়ির মেয়ে বা ছেলের বউয়েরা হয়তো বাইরে কাজ করছেন না, তার পরও তাঁরা এমএ-বিএ পাস। বনানীর শ্বশুর ও শাশুড়ি মারা গেছেন। দুই ননদের বিয়ে হয়ে গেছে। এক দেবর থাকেন বাড়িতে।

বিভিন্ন গ্রাম নান্দনিকভাবে সাজানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন বনানী বিশ্বাস। ছবি: সংগৃহীত
বিভিন্ন গ্রাম নান্দনিকভাবে সাজানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন বনানী বিশ্বাস। ছবি: সংগৃহীত

এর আগে বনানী এত দীর্ঘ সময় শ্বশুরবাড়িতে থাকতে পারেননি। করোনাভাইরাস সে সুযোগ করে দিয়েছে। সংগঠনের সহায়তা এবং ব্যক্তি উদ্যোগে বনানী এ সময়টিকেই কাজে লাগিয়েছেন। শ্বশুরের গ্রামসহ আশপাশের প্রায় পাঁচটি গ্রামে নিয়েছেন নানা উদ্যোগ।

অলকাপুরী সমবায় সমিতির কিশোরীদের নিয়ে তৈরি করা হয়েছে ‘ইয়েলো গ্যাং’। করোনার সময় দিনমজুরের সংকট থাকায় স্থানীয় কৃষকদের ধান ও পাট কেটে দেওয়াসহ বিভিন্ন কাজে সহায়তা করছে এই কিশোরীরা।ছবি: সংগৃহীত
অলকাপুরী সমবায় সমিতির কিশোরীদের নিয়ে তৈরি করা হয়েছে ‘ইয়েলো গ্যাং’। করোনার সময় দিনমজুরের সংকট থাকায় স্থানীয় কৃষকদের ধান ও পাট কেটে দেওয়াসহ বিভিন্ন কাজে সহায়তা করছে এই কিশোরীরা।ছবি: সংগৃহীত

বনানী বিশ্বাস বলেন, স্থানীয় নারীদের নিয়ে অলকাপুরী সমবায় সমিতি গঠন করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তারের শুরুতেই বাঁশ বেঁধে বিভিন্ন পাড়ার সড়ক বন্ধ রাখা হয়, যাতে বাইরের কেউ এলাকায় ঢুকতে না পারে। হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি গ্রামের প্রতিটা বাড়িতে টিউবওয়েলের পাশে সাবান বা ডিটারজেন্ট পাউডার রাখা হয়। এতে এখন পর্যন্ত এগারোখানের কোনো গ্রামে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হননি। গ্রামের লোকদের যাতে বাইরে কেনাকাটা করতে যেতে না হয়, সে জন্য প্রতি শনিবার বিভিন্ন গ্রামে অলকাপুরী সমবায় সমিতির সদস্যরা নিজেদের উৎপাদিত পণ্য বিনা মূল্যে বিতরণের জন্য নিয়ে যান অলকাপুরীর হাটে। যাঁর যেটা লাগে, তিনি তা নিয়ে যান। নারীরা সবাই মিলে রাস্তাঘাট পরিষ্কারসহ বিভিন্ন কাজে অংশ নেন। করোনা, করোনা বলে বসে থেকে তো লাভ নেই। অলকাপুরী সমবায় সমিতির কিশোরীদের নিয়ে তৈরি করা হয়েছে ‘ইয়েলো গ্যাং’। এই দলের সদস্যরা সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে। করোনার সময় দিনমজুরের সংকট থাকায় স্থানীয় কৃষকদের ধান ও পাট কেটে দেওয়াসহ বিভিন্ন কাজে সহায়তা করছে এই কিশোরীরা।

গ্রামের লোকদের যাতে বাইরে কেনাকাটা করতে যেতে না হয়, সে জন্য প্রতি শনিবার বিভিন্ন গ্রামে অলকাপুরী সমবায় সমিতির সদস্যরা নিজেদের উৎপাদিত পণ্য বিনা মূল্যে বিতরণের জন্য নিয়ে যাওয়া হয় অলকাপুরীর হাটে। ছবি: সংগৃহীত
গ্রামের লোকদের যাতে বাইরে কেনাকাটা করতে যেতে না হয়, সে জন্য প্রতি শনিবার বিভিন্ন গ্রামে অলকাপুরী সমবায় সমিতির সদস্যরা নিজেদের উৎপাদিত পণ্য বিনা মূল্যে বিতরণের জন্য নিয়ে যাওয়া হয় অলকাপুরীর হাটে। ছবি: সংগৃহীত

বনানী জানান, দীর্ঘদিন একটানা কাজ করার সুফল মিলতে শুরু করেছে। যে গাছগুলো লাগানো হয়েছিল, তাতে ফুল ও ফল ধরতে শুরু করেছে। গাছে পাখি বসতে শুরু করেছে।