হেলিকপ্টারটি মাঠে নামতেই হাজির কয়েক গ্রামের মানুষ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এটি দেখতে ভিড় করে অসংখ্য মানুষ। আজ বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া খেলার মাঠে। ছবি সংগৃহীত
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এটি দেখতে ভিড় করে অসংখ্য মানুষ। আজ বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া খেলার মাঠে। ছবি সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার জরুরি অবতরণ করে। এটি দেখতে বৃষ্টি মাথায় নিয়ে মাঠে ভিড় জমায় কয়েক গ্রামের শত শত মানুষ।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া খেলার মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে আকাশে কালো মেঘ জমতে থাকে। বৃষ্টির অপেক্ষায় ছিলেন লোকজন। হঠাৎ ওই গ্রামের ওপর দিয়ে একটি হেলিকপ্টার বেশ কয়েকবার চক্কর দিয়ে খেলার মাঠে অবতরণ করে। এ সময় হেলিকপ্টারটি দেখতে কয়েক গ্রামের শত শত মানুষ মাঠে চলে আসে।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী বলেন, ‘হঠাৎ আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখতে পাই। পরে সেটি চৌপাকিয়া খেলার মাঠে অবতরণ করে। মুহূর্তের মধ্যে হেলিকপ্টার দেখতে কয়েক গ্রামের মানুষ খেলার মাঠটিতে ভিড় জমায়।’

মেঘনা এভিয়েশন লিমিটেড নামে বেসরকারি একটি প্রতিষ্ঠানের হেলিকপ্টারটিতে পাইলটসহ চার-পাঁচ যাত্রী ছিলেন। অবশ্য অবতরণের অল্প কিছুক্ষণ পরেই সেটি আবার আকাশে উড়াল দেয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রস্তুতি নিতে নিতেই খবর পাই, হেলিকপ্টারটি ঢাকার দিকে চলে গেছে।’