নীলফামারীতে কোভিড রোগীর বেশির ভাগই সুস্থ

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

নীলফামারী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০৭ জনে। এর মধ্যে বেশির ভাগই, ৬৪৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন দুই নারীসহ নয়জন। 

জেলায় এখন করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা রয়েছেন ৫২ জন।
গতকাল শনিবার রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদনে জানানো হয়, নতুন করে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রমতে, সুস্থ ৬৪৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩০০ জন, ডোমারে ৫৯, ডিমলায় ৬৪, জলঢাকায় ৯৮, কিশোরগঞ্জে ৪০ ও সৈয়দপুর উপজেলায় ৮৫ জন রয়েছেন।
জেলায় পরীক্ষার জন্য মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৪২০টি। গতকাল পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৫ হাজার ৩৩৪টি নমুনার।
সিভিল সার্জন রনজিত কুমার বর্মন বলেন, জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত মোট রোগীর সংখ্যা এখন ৭০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪৬ জন। মারা গেছেন নয়জন।