গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় প্রথম মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে ৭০ বছর বয়সী এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত হয়ে ৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ বলেন, ৪ আগস্ট বিকেলে ওই ব্যক্তি প্রচণ্ড জ্বর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরের দিন ৫ আগস্ট তাঁর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। দুই দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর করোনা পজিটিভ ফল আসে। আজ রোববার সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতের ভাতিজা বজলু শেখ বলেন, ওই ব্যক্তি ছোটভাকলার কাটাখালি বাজার রাস্তার মোড়ে মুড়ি ও গুড়ের ব্যবসা করতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম কোনো কোভিড–১৯ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।