প্রজাপতি পার্কে নানা আয়োজন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রামের প্রজাপতি পার্ক।
নগরের পতেঙ্গায় অবস্থিত পার্কে প্রজাপতি অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। স্থানীয় সাংসদ এম এ লতিফ আজ সকাল সাড়ে নয়টায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্ক কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান, পার্কের উপদেষ্টা শফিক হায়দার চৌধুরী, পার্কের মহাব্যবস্থাপক মেজর (অব.) সৈয়দ সেলিম এরশাদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক আনোয়ারুল ইসলাম চৌধুরী।
অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, দেশে প্রকৃতিকে অবহেলা করে সরকারি ও বেসরকারি পর্যায়ে উন্নয়নকাজ চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এখন পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা সৃষ্টি হচ্ছে। একসময় এর সুফল ভোগ করবে মানুষ।