সড়ক নামের দুর্ভোগ!

১ / ১২
রাজধানীর বেশির ভাগ সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। জমে থাকছে পানি। সব মিলিয়ে এসব সড়কে এক নৈরাজ্যকর পরিস্থিতি। দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। এই ছবিটি বুধবার মিরপুর দারুস সালাম এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
রাজধানীর বেশির ভাগ সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। জমে থাকছে পানি। সব মিলিয়ে এসব সড়কে এক নৈরাজ্যকর পরিস্থিতি। দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। এই ছবিটি বুধবার মিরপুর দারুস সালাম এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
২ / ১২
শ্যামলী এলাকায় সড়কের একাংশ জুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। বুধবার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
শ্যামলী এলাকায় সড়কের একাংশ জুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। বুধবার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
৩ / ১২
দীর্ঘদিন ধরে বেহাল ডিআইটি রোড। খানাখন্দে ভরা সড়ক কাদায় সয়লাব। ছবিটি বৃহস্পতিবার মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
দীর্ঘদিন ধরে বেহাল ডিআইটি রোড। খানাখন্দে ভরা সড়ক কাদায় সয়লাব। ছবিটি বৃহস্পতিবার মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৪ / ১২
চৌধুরীপাড়া আবাসিক এলাকার সড়কের অবস্থা শোচনীয়। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবিটি বৃহস্পতিবার সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
চৌধুরীপাড়া আবাসিক এলাকার সড়কের অবস্থা শোচনীয়। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবিটি বৃহস্পতিবার সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৫ / ১২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি বুধবার তোলা। ছবি: হাসান রাজা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি বুধবার তোলা। ছবি: হাসান রাজা
৬ / ১২
রাজধানীর পল্লবী এলাকার সড়কের খানাখন্দে চাকা পড়ে বেহাল দশা মাইক্রোবাস ও বাসের। বুধবার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
রাজধানীর পল্লবী এলাকার সড়কের খানাখন্দে চাকা পড়ে বেহাল দশা মাইক্রোবাস ও বাসের। বুধবার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
৭ / ১২
মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে সড়কের ওপর এভাবে আবর্জনা স্তূপ করে রাখা। ছবিটি বুধবার মোহাম্মদপুরের নুরজাহান রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে সড়কের ওপর এভাবে আবর্জনা স্তূপ করে রাখা। ছবিটি বুধবার মোহাম্মদপুরের নুরজাহান রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৮ / ১২
ঢাকার রামপুরা ব্রিজ থেকে বনশ্রী হয়ে ডেমরার আমুলিয়া পর্যন্ত সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়নি। ছবিটি বুধবার বনশ্রী প্রধান সড়ক থেকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম
ঢাকার রামপুরা ব্রিজ থেকে বনশ্রী হয়ে ডেমরার আমুলিয়া পর্যন্ত সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়নি। ছবিটি বুধবার বনশ্রী প্রধান সড়ক থেকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম
৯ / ১২
পল্লবী এলাকার প্রধান সড়কের একাংশে এমনিতেই বৃষ্টির পানি জমে থাকে। সড়কের ওপরই রাখা হয় বাস। ছবিটি  বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম
পল্লবী এলাকার প্রধান সড়কের একাংশে এমনিতেই বৃষ্টির পানি জমে থাকে। সড়কের ওপরই রাখা হয় বাস। ছবিটি বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম
১০ / ১২
খিলগাঁওয়ের সিপাহিবাগ ক্লাব মোড় এলাকায় কেটে রাখা হয়েছে সড়ক। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম
খিলগাঁওয়ের সিপাহিবাগ ক্লাব মোড় এলাকায় কেটে রাখা হয়েছে সড়ক। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১২
ডিআইটি রোড কাটা হয়েছিল। সেটি আর ভরাট করা হয়নি। একটি ফিতা দিয়ে গর্ত নির্দেশ করেই দায় সেরেছে কর্তৃপক্ষ। ছবিটি বৃহস্পতিবার আবুল হোটেল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
ডিআইটি রোড কাটা হয়েছিল। সেটি আর ভরাট করা হয়নি। একটি ফিতা দিয়ে গর্ত নির্দেশ করেই দায় সেরেছে কর্তৃপক্ষ। ছবিটি বৃহস্পতিবার আবুল হোটেল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১২
মালিবাগ মোড় (বীর উত্তম সামসুল আলম সড়ক) এলাকার সড়কের একাংশের চিত্র। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম
মালিবাগ মোড় (বীর উত্তম সামসুল আলম সড়ক) এলাকার সড়কের একাংশের চিত্র। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম