টেরাকোটায় ইতিহাস

১ / ৮
১৮শতকে নির্মিত একটি অনবদ্য স্থাপনা দিনাজপুরের কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির। এই মন্দিরের বিশেষত্ব, পুরো মন্দিরটি এমন প্রায় ১৫ হাজার টেরাকোটা টালি দিয়ে দিয়ে মোড়ানো। কাহারোল, দিনাজপুর, সাম্প্রতিক ছবি। ছবি: গৌতম কুমার দাস
১৮শতকে নির্মিত একটি অনবদ্য স্থাপনা দিনাজপুরের কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির। এই মন্দিরের বিশেষত্ব, পুরো মন্দিরটি এমন প্রায় ১৫ হাজার টেরাকোটা টালি দিয়ে দিয়ে মোড়ানো। কাহারোল, দিনাজপুর, সাম্প্রতিক ছবি। ছবি: গৌতম কুমার দাস
২ / ৮
মহারাজা জমিদার প্রাণনাথ রায় ১৭২২ সালে মন্দিরের নির্মাণকাজ শুরু করেন। মন্দিরের গায়ে লাগানো পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনি। ছবি: গৌতম কুমার দাস
মহারাজা জমিদার প্রাণনাথ রায় ১৭২২ সালে মন্দিরের নির্মাণকাজ শুরু করেন। মন্দিরের গায়ে লাগানো পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনি। ছবি: গৌতম কুমার দাস
৩ / ৮
টেরাকোটা শিল্পকর্মের মাধ্যমে বয়ান করা হয়েছে মহাভারত ও রামায়ণ। ছবি: গৌতম কুমার দাস
টেরাকোটা শিল্পকর্মের মাধ্যমে বয়ান করা হয়েছে মহাভারত ও রামায়ণ। ছবি: গৌতম কুমার দাস
৪ / ৮
পাথরের ভিত্তির ওপর দাঁড়ানো মন্দিরটির উচ্চতা ৫০ ফুটেরও বেশি। ছবি: গৌতম কুমার দাস
পাথরের ভিত্তির ওপর দাঁড়ানো মন্দিরটির উচ্চতা ৫০ ফুটেরও বেশি। ছবি: গৌতম কুমার দাস
৫ / ৮
কালো পাথরে খোদিত শ্লোক। ছবি: গৌতম কুমার দাস
কালো পাথরে খোদিত শ্লোক। ছবি: গৌতম কুমার দাস
৬ / ৮
মন্দিরটি বাংলাদেশের টেরাকোটা শিল্পের অনন্য নিদর্শন। ছবি: গৌতম কুমার দাস
মন্দিরটি বাংলাদেশের টেরাকোটা শিল্পের অনন্য নিদর্শন। ছবি: গৌতম কুমার দাস
৭ / ৮
মন্দিরটি ইন্দো-পারস্য ভাস্কর শৈলীতে নির্মিত। ছবি: গৌতম কুমার দাস
মন্দিরটি ইন্দো-পারস্য ভাস্কর শৈলীতে নির্মিত। ছবি: গৌতম কুমার দাস
৮ / ৮
এ মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা হয়। ছবি: গৌতম কুমার দাস
এ মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা হয়। ছবি: গৌতম কুমার দাস