বাংলার পিঠাপুলি

১ / ১২
১৩ জানুয়ারি পাবনার ঈশ্বরদী উপজেলায় দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। সাহাপুরের চর গড়গড়ি গ্রামে আয়োজিত এই মেলায় প্রদর্শিত ও বিক্রি করা হয় দেশীয় নানা স্বাদ ও আকারের পিঠা। একটি স্টলে সাজানো ভাপা পিঠা। ছবি: হাসান মাহমুদ
১৩ জানুয়ারি পাবনার ঈশ্বরদী উপজেলায় দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। সাহাপুরের চর গড়গড়ি গ্রামে আয়োজিত এই মেলায় প্রদর্শিত ও বিক্রি করা হয় দেশীয় নানা স্বাদ ও আকারের পিঠা। একটি স্টলে সাজানো ভাপা পিঠা। ছবি: হাসান মাহমুদ
২ / ১২
মিষ্টি পুলি পিঠা। ঝাল পুলি পিঠাও পাওয়া যায়। ছবি: হাসান মাহমুদ
মিষ্টি পুলি পিঠা। ঝাল পুলি পিঠাও পাওয়া যায়। ছবি: হাসান মাহমুদ
৩ / ১২
জিবে জল আসা দুধ পাকন। ছবি: হাসান মাহমুদ
জিবে জল আসা দুধ পাকন। ছবি: হাসান মাহমুদ
৪ / ১২
পাবনায় এই পিঠা রস পিঠা নামে পরিচিত। ছবি: হাসান মাহমুদ
পাবনায় এই পিঠা রস পিঠা নামে পরিচিত। ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
বিভিন্ন নকশার নকশি পিঠা। ছবি: হাসান মাহমুদ
বিভিন্ন নকশার নকশি পিঠা। ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নেন দর্শনার্থীরা। ছবি: হাসান মাহমুদ
বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নেন দর্শনার্থীরা। ছবি: হাসান মাহমুদ
৭ / ১২
অভিনব ‘মাছ পিঠা’। ছবি: হাসান মাহমুদ
অভিনব ‘মাছ পিঠা’। ছবি: হাসান মাহমুদ
৮ / ১২
গোলাপের আদলে তৈরি বলেই এই পিঠার নাম ‘গোলাপ রস পিঠা’। ছবি: হাসান মাহমুদ
গোলাপের আদলে তৈরি বলেই এই পিঠার নাম ‘গোলাপ রস পিঠা’। ছবি: হাসান মাহমুদ
৯ / ১২
এই পিঠা নকশা করতে খেজুরের কাঁটা ব্যবহৃত হয়, তাই নাম হয়েছে খেজুর কাঁটা পিঠা। ছবি: হাসান মাহমুদ
এই পিঠা নকশা করতে খেজুরের কাঁটা ব্যবহৃত হয়, তাই নাম হয়েছে খেজুর কাঁটা পিঠা। ছবি: হাসান মাহমুদ
১০ / ১২
ঝিনুক পিঠা কুড়মুড়ে হয়। ছবি: হাসান মাহমুদ
ঝিনুক পিঠা কুড়মুড়ে হয়। ছবি: হাসান মাহমুদ
১১ / ১২
চিনির শিরায় মাখামাখি হৃদয় হরণ পিঠা। ছবি: হাসান মাহমুদ
চিনির শিরায় মাখামাখি হৃদয় হরণ পিঠা। ছবি: হাসান মাহমুদ
১২ / ১২
পিঠার পাশাপাশি মেলায় ছিল খেজুরের টাটকা রসও। ছবি: হাসান মাহমুদ
পিঠার পাশাপাশি মেলায় ছিল খেজুরের টাটকা রসও। ছবি: হাসান মাহমুদ