মধু চাষের গল্প

১ / ৮
শীতের মৌসুমে সরিষা খেতে শুরু হয়েছে কৃত্রিম পদ্ধতিতে মধু চাষ। মধু সংগ্রহের জন্য স্থাপিত চাকের বাক্স থেকে সরানো হচ্ছে মৌমাছি। সাতগাঁও, শ্রীনগর, মুন্সিগঞ্জ, সাম্প্রতিক ছবি। ছবি: সাজিদ হোসেন
শীতের মৌসুমে সরিষা খেতে শুরু হয়েছে কৃত্রিম পদ্ধতিতে মধু চাষ। মধু সংগ্রহের জন্য স্থাপিত চাকের বাক্স থেকে সরানো হচ্ছে মৌমাছি। সাতগাঁও, শ্রীনগর, মুন্সিগঞ্জ, সাম্প্রতিক ছবি। ছবি: সাজিদ হোসেন
২ / ৮
একেকটি বাক্সে ১০ থেকে ১৫টি মোম সংবলিত ফ্রেম রাখা হয়। ছবি: সাজিদ হোসেন
একেকটি বাক্সে ১০ থেকে ১৫টি মোম সংবলিত ফ্রেম রাখা হয়। ছবি: সাজিদ হোসেন
৩ / ৮
মৌমাছি এই ফ্রেমগুলোতেই মধু জমা করে। ছবি: সাজিদ হোসেন
মৌমাছি এই ফ্রেমগুলোতেই মধু জমা করে। ছবি: সাজিদ হোসেন
৪ / ৮
চাকের বাক্স স্থাপনের ৬ থেকে ৭ দিনের মধ্যে গাঢ় মধু জমা হয়। ছবি: সাজিদ হোসেন
চাকের বাক্স স্থাপনের ৬ থেকে ৭ দিনের মধ্যে গাঢ় মধু জমা হয়। ছবি: সাজিদ হোসেন
৫ / ৮
এ সময় মধু সংগ্রহ করতে মধুচাষি ও শ্রমিকেরা ব্যস্ত থাকেন। ছবি: সাজিদ হোসেন
এ সময় মধু সংগ্রহ করতে মধুচাষি ও শ্রমিকেরা ব্যস্ত থাকেন। ছবি: সাজিদ হোসেন
৬ / ৮
মৌমাছির হুল থেকে বাঁচতে নেটের বেষ্টনীর ভেতরে অবস্থান নিয়ে ফ্রেম থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। ছবি: সাজিদ হোসেন
মৌমাছির হুল থেকে বাঁচতে নেটের বেষ্টনীর ভেতরে অবস্থান নিয়ে ফ্রেম থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। ছবি: সাজিদ হোসেন
৭ / ৮
সপ্তাহে একটি বাক্স থেকে এক থেকে দেড় কেজি মধু পাওয়া যায়। ছবি: সাজিদ হোসেন
সপ্তাহে একটি বাক্স থেকে এক থেকে দেড় কেজি মধু পাওয়া যায়। ছবি: সাজিদ হোসেন
৮ / ৮
বাক্সগুলোতে একটি করে রানি মৌমাছি ছেড়ে দেওয়া হয়। আর এ কারণেই বাক্সগুলোতে মৌমাছিরা আসতে থাকে। ছবি: সাজিদ হোসেন
বাক্সগুলোতে একটি করে রানি মৌমাছি ছেড়ে দেওয়া হয়। আর এ কারণেই বাক্সগুলোতে মৌমাছিরা আসতে থাকে। ছবি: সাজিদ হোসেন