স্মৃতি কাঁদায়

১ / ১২
পাঁচ বছর আগে এই স্থানেই ধসে পড়েছিল রানা প্লাজা। ভবন ধসে মোট ১ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়। সাভার, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: হাসান রাজা
পাঁচ বছর আগে এই স্থানেই ধসে পড়েছিল রানা প্লাজা। ভবন ধসে মোট ১ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়। সাভার, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: হাসান রাজা
২ / ১২
রানা প্লাজা ধসে নিহত হন আনোয়ার হোসেন। তাঁর মেয়ে জান্নাত ঘটনাস্থলের ঝোপ থেকে ফুল তুলছে। সাভার, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
রানা প্লাজা ধসে নিহত হন আনোয়ার হোসেন। তাঁর মেয়ে জান্নাত ঘটনাস্থলের ঝোপ থেকে ফুল তুলছে। সাভার, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১২
সেই দুর্ঘটনায় পা হারিয়েছেন নিলুফার বেগম। তিনি এখন একটি দোকান চালান। দোকানেই শুয়ে আছেন তিনি। সাভার, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
সেই দুর্ঘটনায় পা হারিয়েছেন নিলুফার বেগম। তিনি এখন একটি দোকান চালান। দোকানেই শুয়ে আছেন তিনি। সাভার, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১২
বিউটি বেগম এখন কেবল ছবি। সাংবাদিকদের ছবি দেখাচ্ছেন তাঁর স্বামী। সাভার, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
বিউটি বেগম এখন কেবল ছবি। সাংবাদিকদের ছবি দেখাচ্ছেন তাঁর স্বামী। সাভার, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১২
রানা প্লাজা কেড়ে নিয়েছে অবিরন বেগমের মেয়ে আছমা খাতুন এবং ছেলে সুলতান মাহমুদের প্রাণ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মেয়ের কবরের সন্ধান পেয়েছেন, কিন্তু পাননি ছেলের কবর। সন্তানদের ছবি হাতে এখন কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে তাঁর প্রতিবন্ধী স্বামী বুলু মণ্ডল। কাথম গ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ২১ এপ্রিল। ছবি: সোয়েল রানা
রানা প্লাজা কেড়ে নিয়েছে অবিরন বেগমের মেয়ে আছমা খাতুন এবং ছেলে সুলতান মাহমুদের প্রাণ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মেয়ের কবরের সন্ধান পেয়েছেন, কিন্তু পাননি ছেলের কবর। সন্তানদের ছবি হাতে এখন কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে তাঁর প্রতিবন্ধী স্বামী বুলু মণ্ডল। কাথম গ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ২১ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৬ / ১২
রানা প্লাজা ধসে গুরুতর আহত হন লাবনী। তাঁর এখন একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের মুখ দেখে সেই দুঃসহ স্মৃতি ভুলতে চান তিনি। সাভার, ঢাকা, ২১ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
রানা প্লাজা ধসে গুরুতর আহত হন লাবনী। তাঁর এখন একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের মুখ দেখে সেই দুঃসহ স্মৃতি ভুলতে চান তিনি। সাভার, ঢাকা, ২১ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১২
সেই ট্র্যাজেডিতে মেঘলা খাতুন স্বামীকে হারিয়েছেন। নিজেও আহত হয়েছিলেন। এখন কাপড় সেলাই করে কষ্টে জীবন যাপন করছেন তিনি। বড় হযরতপুর, মিঠাপুকুর, রংপুর, ২২ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
সেই ট্র্যাজেডিতে মেঘলা খাতুন স্বামীকে হারিয়েছেন। নিজেও আহত হয়েছিলেন। এখন কাপড় সেলাই করে কষ্টে জীবন যাপন করছেন তিনি। বড় হযরতপুর, মিঠাপুকুর, রংপুর, ২২ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
রানা প্লাজার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এখনো তাঁদের স্বজনেরা ঘটনাস্থলে আসেন, কাঁদেন এবং নিজেদের ক্ষোভের কথা বলেন। সাভার, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: হাসান রাজা
রানা প্লাজার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এখনো তাঁদের স্বজনেরা ঘটনাস্থলে আসেন, কাঁদেন এবং নিজেদের ক্ষোভের কথা বলেন। সাভার, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: হাসান রাজা
৯ / ১২
ভবন ধসের সেই ঘটনায় দুই পা হারিয়েছেন দিনাজপুরের রেবেকা খাতুন। আলাদিপুর, ফুলবাড়ি, দিনাজপুর, ২০ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
ভবন ধসের সেই ঘটনায় দুই পা হারিয়েছেন দিনাজপুরের রেবেকা খাতুন। আলাদিপুর, ফুলবাড়ি, দিনাজপুর, ২০ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
পা হারিয়েছেন হৃদয়। এখনো মাঝেমধ্যে আসেন ঘটনাস্থলে, স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে থাকেন নীরবে। সাভার, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
পা হারিয়েছেন হৃদয়। এখনো মাঝেমধ্যে আসেন ঘটনাস্থলে, স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে থাকেন নীরবে। সাভার, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১২
রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের স্মরণে অনেকের সঙ্গে মোমবাতি প্রজ্বালন করছেন শিলা বেগম। সেই ঘটনায় তাঁর মেরুদণ্ড ও হাত ক্ষতিগ্রস্ত হয়। সাভার, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের স্মরণে অনেকের সঙ্গে মোমবাতি প্রজ্বালন করছেন শিলা বেগম। সেই ঘটনায় তাঁর মেরুদণ্ড ও হাত ক্ষতিগ্রস্ত হয়। সাভার, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১২
নিহত ছেলে রুহুল আমিনের স্মরণে মোমবাতি প্রজ্বালন করছেন মা রুনা বেগম। সাভার, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
নিহত ছেলে রুহুল আমিনের স্মরণে মোমবাতি প্রজ্বালন করছেন মা রুনা বেগম। সাভার, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ