শিশুরা পেল খাতা-কলম

বর্ণকুঁড়ি স্কুলের শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেন মৌলভীবাজার বন্ধুসভার বন্ধুরা
বর্ণকুঁড়ি স্কুলের শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেন মৌলভীবাজার বন্ধুসভার বন্ধুরা

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার দুটি চা-বাগানে ব্যক্তি-উদ্যোগে পরিচালিত বর্ণকুঁড়ি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়েছে। ৩ জুলাই বিকেলে প্রথমে প্রেমনগর চা-বাগান এবং পরে মাইজদিহি চা-বাগানে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রাক্-প্রাথমিকের ৭৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ছয় মাসের জন্য দুটি করে খাতা ও দুটি করে কলম দেওয়া হয়েছে।

এ সময় বর্ণকুঁড়ি স্কুলের প্রতিষ্ঠাতা সূর্যদাস তপন, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, বন্ধুসভার হাফিজা, হাদী, কণিক, নাজু, সুমন, তানজীম, বন্ধুসভার সাবেক সভাপতি অপূর্ব সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। সূর্যদাস তপন ২০১২ সাল থেকে বর্ণকুঁড়ি স্কুলটি পরিচালনা করছেন। সুবিধাবঞ্চিত চা-জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতেই তাঁর এ উদ্যোগ। খাতা-কলম গ্রহণের পর শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে।

আল হাদী

সমাজকল্যাণ সম্পাদক, মৌলভীবাজার বন্ধুসভা