তুমি আমার বন্ধু হবে?

তুমি আমার বন্ধু হবে?

স্বচ্ছ হৃদয় খাঁটি সোনা

অন্ধকারে তারা গোনা

পার্থ আমার পার্থ

এই হাতে হাত রাখো তবে

ফুলের মতো পাতার মতো

মাথায় রঙিন ছাতার মতো

বিহঙ্গ নিঃস্বার্থ।

তুমি আমার বন্ধু হলে

আপন ঘরের মায়া ছেড়ো

খুব অসহায় গরিবদেরও

করবে মানুষ গণ্য

পথের কাঁটা পায়ে দলে

এগিয়ে যাবে সমুখপানে

মানবতার বিজয়গানে

ধন্য হবে ধন্য।