ভাবছি বসে

দ উঠেছে চাঁদ উঠেছে গগনতলে ঐ
ভাবছি বসে পড়বো আমি মধ্যযুগের বই।

ভাবছি বসে উড়বো আমি প্রজাপতির মতো
ভুলে যাবো আমার মনে কষ্ট আছে যতো।

ভাবছি বসে গাইবো গান পাখির মতো করে
ভালবাসা খুঁজে পাবে আমার কন্ঠস্বরে।

ভাবছি বসে আঁকবো আমি পদ্মপাতার ছবি
আমার বাসায় আসবে যেদিন মহাশশ্বেতা দেবী ।

ভাবছি বসে গাঁথবো মালা
শীতল হাওয়ার জল,
তোমার কথা মনে হতেই চোখদুটো টলমল।

ভাবছি বসে যাবো আমি অচিন দেশে হেঁটে
ভাবতে ভাবতে যাচ্ছে আমার সারাটাদিন কেটে।