দোয়া

মানুষের অসহায়ত্ব দেখে বগুড়া বন্ধুসভা সিদ্ধান্ত নেয়, চরের দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়াবে। তারপর থেকে বন্ধুরা প্রস্তুতি নিতে থাকেন। চাল, ডাল, তেল, লবণ, খাওয়ার স্যালাইনসহ সবকিছু এনে বন্ধুরা রাত পর্যন্ত প্যাকেট করেন। দুই বন্ধু শোভন ও রাফি সকালে রওনা দিয়েছেন চরে গৃহহীন মানুষের নামের তালিকা করতে। কিন্তু তাঁরা গিয়ে দেখেন, সব ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে আছে। খোলা আকাশের নিচে বসবাস করছে সবাই। সাহায্যের জন্য চেয়ে আছে। দুই বন্ধু রাত আটটা পর্যন্ত এক চর থেকে আরেক চরে গিয়ে তালিকা করেন। পরদিন সকাল সাতটায় বন্ধুরা রওনা দেন। তারপর চরে গিয়ে সবার হাতে ত্রাণগুলো পৌঁছে দেন। সামান্য সাহায্য পেয়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে।

অনেকেই বন্ধুদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এত কঠিন পরিশ্রমের পরও কোনো বন্ধুর চোখে-মুখে ক্লান্তির ছাপ দেখা যায়নি। বরং যে বন্ধুটি জীবনে কোনো দিন বস্তা কাঁধে নেননি, সে বন্ধুটিও নির্দ্বিধায় কাজটি করেছেন।

লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া বন্ধুসভা