কখন আহার জুটবে

মানুষের চোখের জল ও বন্যার জল মিশে একাকার। তাদের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে একবেলা খাবার খাওয়ার পর বলতে পারে না আর কখন তাদের মুখে আহার জুটবে। তাদের এই দুর্দিনে তারা তাকিয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে, যাদের একটু সাহায্য আহার জুটাবে একবেলার। তাদের একান্ত প্রচেষ্টায় অনেক পরিবারের মুখে তিনবেলা আহার তুলে দেওয়া হয়েছে, যা হয়তোবা এই বানভাসি মানুষের সংখ্যার তুলনায় নগণ্য। কিন্তু আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে কিছু মানুষের জন্য তিনবেলা আহারের ব্যবস্থা করা সম্ভব। প্রথম আলো বন্ধুসভা এই সব বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে।

লেখক: সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা