হাসি ফোটানোর সময় এখন

সুনামগঞ্জ জেলা। শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের বানভাসি মানুষ। প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ নিয়ে আশ্রয়ে ফেরার অপেক্ষায় বন্যার্তরা। ছবি: জাকের আহমেদ
সুনামগঞ্জ জেলা। শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের বানভাসি মানুষ। প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ নিয়ে আশ্রয়ে ফেরার অপেক্ষায় বন্যার্তরা। ছবি: জাকের আহমেদ

নাম তার দুখু মিয়া। দুঃখের শেষ নেই। ঘরবাড়ি তলিয়ে গেছে বন্যায়। খাবার নেই। থাকার জায়গা নেই। দুখু মিয়া বাউলশিল্পী। গান গায়। সুনামগঞ্জের দিরাই উপজেলায় তার বাস। গান গেয়ে তো আর সংসার চলে না। দুখু তাই মাছ ধরে বিক্রি করে। সিলেটের বন্ধুরা দুখু মিয়ার খবর পেলেন। খবর পেয়ে কি আর বসে থাকা যায়!

সিলেট বন্ধুসভার দেওয়া নৌকা পেয়ে গান ধরেছে দুখু মিয়া
সিলেট বন্ধুসভার দেওয়া নৌকা পেয়ে গান ধরেছে দুখু মিয়া

বন্ধুরা নিজেদের মধ্যে টাকা সংগ্রহে নেমে পড়লেন। ১০ হাজার টাকা দিয়ে কেনা হলো নৌকা এবং আড়াই হাজার টাকা দিয়ে কেনা হলো একটি জাল। যাতে দুখু ভালোভাবে মাছ ধরে সংসার চালাতে পারেন। অতঃপর সিলেটের বন্ধুরা দুখু মিয়াকে দিলেন নৌকা ও জাল।

২.

গভীর রাতে বন্ধুর ফোন। দিনাজপুর বন্ধুসভার বন্ধু নাজমুল ফোন করেছেন। ‘ভাই, বন্যার অবস্থা তো ভয়াবহ। আমরা নিজেরা কিছু অর্থ সংগ্রহ করেছি। কালকেই বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই।’ নাজমুলের মতো অনেক বন্ধুসভার বন্ধুরাও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। হাওর-নদী অতিক্রম করে তাঁরা ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের পাশে।

৩.

দেশের প্রায় অর্ধেকটা এখন বন্যাকবলিত। লাখো মানুষ অসহায় হয়ে পড়েছেন। বিগত দিনে প্রায় সব বন্ধুসভার সদস্যরা বন্যাকবলিত মানুষের পাশে ছিলেন। নানাভাবে তাঁরা দুর্গত মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন। দীর্ঘদিন ধরে তাঁরা কাজ করেছেন।

এবারও আমরা তেমনিভাবে কাজ করতে চাই। সারা দেশের বন্ধুদের বলি, আর দেরি না করে এখনই আমরা নেমে পড়তে চাই কাজে। আমরা যে যেখানে আছি, যে যতটুকু পারি, যতটুকু আমাদের সাধ্য আছে, ততটুকু যেন আমরা করতে পারি।

দিনাজপুর, কুড়িগ্রাম, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা ইতিমধ্যে ত্রাণ বিতরণ করেছেন। গতকাল থেকে অন্য জেলাগুলোতে শুরু হয়েছে বন্ধুদের ত্রাণ তৎপরতা।

লেখক: সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ