অভিনন্দন কৃতজ্ঞতা

কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা ধরলা সেতু ঘাট থেকে কাদা উপেক্ষা করে ঘোড়ার গাড়ি ঠেলে নৌকার কাছে নিয়ে যাচ্ছেন। তঁারা ত্রাণ নিয়ে যাবেন সদর উপজেলার ভোগডাগা ইউনিয়নের জগমোহন ও নানকার চরে
কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা ধরলা সেতু ঘাট থেকে কাদা উপেক্ষা করে ঘোড়ার গাড়ি ঠেলে নৌকার কাছে নিয়ে যাচ্ছেন। তঁারা ত্রাণ নিয়ে যাবেন সদর উপজেলার ভোগডাগা ইউনিয়নের জগমোহন ও নানকার চরে

শাবাশ বন্ধুরা। দিনের পর দিন প্রচণ্ড কষ্ট করে বন্যাদুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আপনারা।

আপনাদের অভিনন্দন জানাই।

৩৮টি বন্ধুসভার বন্ধুরা দীর্ঘদিন ধরে এই ত্রাণ বিতরণের কাজ করেছেন। এখনো করছেন।

বন্ধুরা মাথায় করে ত্রাণ নিয়ে গেছেন দুর্গত লোকজনের মাঝে। কর্দমাক্ত পথে ভ্যান ঠেলে ঠেলে ত্রাণ পরিবহন করেছেন।

ঘণ্টার পর ঘণ্টা নৌকায় নদী পাড়ি দিয়ে বন্যাকবলিত মানুষকে পৌঁছে দিয়েছেন খাবার। শাড়ি, লুঙ্গি, খাওয়ার স্যালাইন।

তাদের জন্য আয়োজন করেছেন মেডিকেল ক্যাম্পের। দুর্গত কৃষকদের হাতে তুলে দিয়েছেন ধানের চারা। নানা

ধরনের বীজ সার। এতিম শিশুরা পেয়েছে রঙিন জামা। সন্তানসম্ভবা মা পেয়েছেন ঘর। কেউ কেউ পেয়েছেন

ঘর তোলার ঢেউটিন। শিক্ষার্থীরা পেয়েছে খাতা-কলম।

প্রথমআলো ট্রাস্ট ত্রাণ তহবিলের প্রায় ৭০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছেন বন্ধুরা। আমাদের বন্ধুরা কোনো ধরনের

কষ্টকেই কষ্ট মনে করেননি। হাসিমুখে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। বন্ধুরা মন্তব্য করেছেন, দুর্গত লোকজনের

মাঝে ত্রাণ বিতরণ করতে পেরে ধন্য হয়েছেন তাঁরা।

যেসব এলাকায় বন্যা হয়নি, সেসব এলাকার বন্ধুরাও ছুটে গেছেন বন্যার্ত লোকজনের পাশে। নরসিংদীর বন্ধুরা গেছেন

জামালপুরে। ঈশ্বরদীর বন্ধুরা গেছেন রাজশাহীর বাগমারায়। যে যেভাবে পেরেছেন বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

অসাধারণ একটি কাজ সম্পন্ন করার জন্য সব বন্ধুর কাছে আমরা কৃতজ্ঞ। সবাইকে ভালোবাসা আর অভিনন্দন জানাই।

নওগাঁ বন্ধুসভার মেডিকেল ক্যাম্পে চিকিৎসার জন্য চাচি রূপভান বেগমকে কোলে করে নিয়ে এসেছেন ভাতিজা কেয়ামত। মেডিকেল ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে নওগাঁ ডক্টরস অ্যান্ড মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
নওগাঁ বন্ধুসভার মেডিকেল ক্যাম্পে চিকিৎসার জন্য চাচি রূপভান বেগমকে কোলে করে নিয়ে এসেছেন ভাতিজা কেয়ামত। মেডিকেল ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে নওগাঁ ডক্টরস অ্যান্ড মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

লেখক: সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ