সমাবেশের নিয়ম-কানুন

আগামী ৫ ও ৬ জানুয়ারি বন্ধুসভার জাতীয় সমাবেশ। এই সমাবেশে সারাদেশের ১২৮টি বন্ধুসভা অংশ নিচ্ছে। আশা করি, আগের তিনটি সমাবেশের চেয়ে এবার চতুর্থ বন্ধুসমাবেশ আরও সফল ও আনন্দময় হয়ে উঠবে। 
সমাবেশের কিছু নিয়ম-কানুন ২২ নভেম্বর থেকে দেওয়া শুরু হয়ে‌ছে । সেগুলো সবাইকে পালন করতে হবে।

১. প্রতিটি বন্ধুসভার দলে একজন দলনেতা থাকবেন। দলনেতা হবেন বন্ধুসভার সাধারণ সম্পাদক/সভাপতি অথবা সাংগঠনিক সম্পাদকের মধ্যে যে–কেউ। তাঁরা হবেন নতুন কমিটির। দলনেতা পুরো বন্ধুসভার দায়িত্বে থাকবেন। 
২. দলে এক-তৃতীয়াংশ নারী সদস্য থাকতে হবে।
৩. বন্ধুসভার দলভুক্তি ছাড়া কোনো সদস্য আলাদাভাবে সমাবেশে আসতে পারবেন না। অর্থাৎ তাঁকে যেকোনো বন্ধুসভায় অন্তর্ভুক্ত থাকতে হবে।
৪. প্রতিটি বন্ধুসভাকে একটি করে দেয়ালপত্রিকা নিয়ে আসতে হবে।
৫. অনুষ্ঠান শুরুর দিন থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সবাইকে অনুষ্ঠানে থাকতে হবে। 
৬. বন্ধুদের প্রয়োজনীয় শীতের পোশাক নিয়ে আসতে হবে।
৭. সমাবেশের যাবতীয় তথ্য ফেসবুক পেজে প্রতিদিন হালনাগাদ করা হবে।
৮. সবাবেশে আসতে হলে অভিভাবক ও প্রতিনিধি/নিজস্ব প্রতিবেদকদের অনুমতি নিয়ে আসতে হবে।
৯. তাঁবুতে থাকার সব রকম প্রস্তুতি নিয়ে আসতে হবে।
১০. যাঁরা আসবেন, তাঁদের নিজেদের বন্ধুসভায় বিগত ৩ মাসের চাঁদা পরিশোধ করে আসতে হবে।
১১. কোনো সদস্য তাঁর সঙ্গে কোনো অভিভাবক আনতে পারবেন না।
১২. সমাবেশে যাতায়াত খরচ নিজেদের বহন করতে হবে।
১৩. সমাবেশে যাঁরা অংশ নেবেন, তাঁদের জাতীয় সংগীতের প্রথম ১০ পঙ্‌ক্তি মুখস্ত থাকতে হবে। 
১৪. সেরা ১০ ভিডিওর জন্য থাকছে পুরস্কার। সেরা ভিডিওগুলো প্রদর্শিত হবে জাতীয় সমাবেশে। ভিডিও বানাতে পারেন যেকোনো বিষয়ের ওপ​র। ভিডিও হবে সর্বোচ্চ ১ মিনিট ৩০ সেকেন্ড।
১৫. প্রত্যেক সদস্যের বন্ধুসভার গঠনতন্ত্র পড়া থাকতে হবে। 
১৬. সমাবেশে প্রতিনিধিরা অংশ গ্রহণ করতে চাইলে প্রথম আলো বার্তা বিভাগের অনুমতি নিয়ে আসতে হবে। 
১৭. নারী সদস্যদের তাঁবুতে থাকার কোনো সুযোগ নেই। তাঁরা থাকবেন বিল্ডিংয়ে। 
১৮. প্রত্যেক সদস্যের প্রবেশ ফি ১০০ (এক শ) টাকা ।
১৯. মঞ্চে যাঁরা সংগীত, একক অভিনয়, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করবেন, তাঁদের অবশ্যই নাটকের বিষয়, নৃত্যের গান জাতীয় পর্ষদকে জানাতে হবে। 
২০. ঢাকা থেকে বিশেষ টিম আবৃত্তি, গান ও কৌতুকের অডিশন (টেলিফোনে) নেবেন।
২১. ডিসেম্বরের ২৩ তারিখের মধ্যে প্রতিটি বন্ধুসভার বার্ষিক কর্মসূচি বন্ধুসভার ই–মেইলে পাঠাতে হবে। 
২২. ১ ডিসেম্বর থেকে প্রতিটি বন্ধুসভার কমিটি গঠন শুরু হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে কমিটি গঠন এবং পূর্ণাঙ্গ কমিটি জাতীয় পর্ষদে পাঠাতে হবে। 
২৩. দেয়ালিকায় যেকোনো বিষয় নিয়ে লোখা প্রকাশ করা যাবে।