হ্যাপি ক্রিসমাস

শীত কুয়াশায় অপেক্ষমাণ প্রভাত আলো উষার

মেরুর দেশে জমছে বরফ ঝরছে মিহি তুষার।

গাছগুলো সব জবুথবু ঝিম ধরা চাঁদ নিশির

সকাল হলে দেখতে পাবে পাতায় জমা শিশির।

ডিসেম্বরের নরম রোদে পাচ্ছ কিসের আভাস?

বড়দিনের সেলিব্রেশন শাবাশ তোমায় শাবাশ!

গির্জাতে ওই ঘণ্টা বাজে মনটা হলো উদাস

এমন দিনে কেমন আছি বৃথাই কেন সুধাস?

মাতা মেরির আশীর্বাদের করতে পারো ওজন?

নতুন পোশাক পরিপাটি কেক চকলেট ভোজন।

হৃদয়কাড়া স্নিগ্ধ হাসি ফুটছে মুখে শিশুর

অসহায়ের সেবা করা শিক্ষা মহান যিশুর।

ঘরে ঘরে ঝলমলে গাছ ইচ্ছেমতো সাজাও

সুমঙ্গলের সুরের ধারা অষ্টপ্রহর বাজাও।

গিফট ভরা সব বাক্স নিয়ে শান্তা সাধুর বিহার

উপহারে মনটা খুশি কী জেতা আর কী হার!

ক্রিসমাস হোক হ্যাপি হ্যাপি বসুন্ধরা সুখের

দূর হয়ে যাক জমাটবাঁধা দুঃখ সকল বুকের!