পড়তে হবে ২১ বই

প্রথম আলো বন্ধুসভা বরাবরই বই পাঠের ওপর জোর দিয়ে আসছে। আমরা চাই বন্ধুসভার সদস্য মানেই বিভিন্ন ধরনের বইয়ের পাঠক। আমরা এ বছরের বইয়ের তালিকা এ সংখ্যায় প্রকাশ করছি। বইগুলো বন্ধুরা চলতি বছরের মধ্যে পড়বেন।

১.    অসমাপ্ত আত্মজীবনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২.    তুমি সেই তরবারি
সৈয়দ শামসুল হক
৩.    পুতুলনাচের ইতিকথা
মানিক বন্দ্যোপাধ্যায়
৪.    গল্প ১০১
সত্যজিৎ রায়
৫.    দেশে-বিদেশে
সৈয়দ মুজতবা আলী
৬.    কৃষ্ণকান্তের উইল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭.    ফুলের গন্ধে ঘুম আসে না
হুমায়ুন আজাদ
৮.    একাত্তরের দিনগুলি
জাহানারা ইমাম
৯.    প্রকৃতি ও প্রেমের কবিতা
নির্মলেন্দু গুণ
১০.   শেষের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুর

১১.   বন্দী শিবির থেকে

      শামসুর রাহমান

১২.   আগুনপাখি

      হাসান আজিজুল হক

১৩.  ছোট রাজপুত্র

      জাহীদ রেজা নূর

১৪.   গহীন কোন বনের ধারে

      দ্বিজেন শর্মা

১৫.   খোয়াবনামা

      আক্তারুজ্জামান ইলিয়াস

১৬.  কালো বরফ

      মাহমুদুল হক

১৭.   সূর্য দীঘল বাড়ী

      আবু ইসহাক

১৮.   জাগরী

      সতীনাথ ভাদুড়ী

৯.   ওল্ডম্যান অ্যান্ড দ্য সি

        আর্নেস্ট হেমিংওয়ে

২০.  সে রাতে পূর্ণিমা ছিল

      শহীদুল জহির

২১.   কথা পরম্পরা

      শাহাদুজ্জামান

  • সাইদুজ্জামান রওশন

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ