আমার ভালোবাসার পঙ্ক্তিমালা

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বন্ধুসভার বন্ধুদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁদের অনুভূতির কথা। সারা দেশের ১৬ জন বন্ধু জানিয়েছেন তাঁদের ভালোবাসার কথা, বিশেষ অনুভূতির কথা।

ভালোবাসা যেন না বদলায়। আমার প্রিয়তম যেন একই রকম থাকে। সারা জীবন আমায় ভালোবাসে। কেবল ভালোবেসেই ভালো থাকা যায়। 
ইব্রাহিম খলিল
সভাপতি, প্রথম আলো কক্সবাজার বন্ধুসভা

 আমি ভালোবাসব নিরলস, নিঃস্বার্থভাবে। ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকতে হবে। ভরসা থাকা চাই। ভালোবাসার মধ্যে দূরত্ব থাকলেও তা না। 
রাজিয়া সুলতানা
তথ্য ও প্রযুক্তি সম্পাদক, রংপুর বন্ধুসভা

 আমার ভালোবাসা পূর্ণতা পেল না। প্রায় একতরফা ছিল আমার দিক থেকে। সে–ও হয়তো একটু–আধটু বাসত। বিয়ে হয়ে গেছে। এখনো দেখা হলে তার চোখে কী যেন দেখতে পাই। 
সাব্বির আল ফাহাদ
সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা

 ভালোবাসা যার হয়নি, তার পক্ষে এটা বোঝা সম্ভব নয়। প্রকৃত ভালোবাসা হলে তাতে যদি ছেদও পড়ে, তবু তা বিলীন হয় না। ভালোবাসা চিন্তাভাবনা করে হয় না। 
শামীমা মুনমুন
সভাপতি, রাজবাড়ী বন্ধুসভা

 যাকে আমি পছন্দ করি, তার সবকিছুই আমার ভালোলাগে। তার সবকিছু আমাকে আকর্ষণ করে। যত দিন যাচ্ছে, তার প্রতি আমি বেশি বেশি আকৃষ্ট হচ্ছি। 
অমিতাভ অরণ্য
সাহিত্য সম্পাদক, খুলনা বন্ধুসভা

 ভালোবাসা মানে একটি মানুষের সঙ্গে ভালো বোঝাপড়া। সুখে–দুঃখে সব সময় পাশে থাকা। ভালোবাসার মানুষকে ভালো কাজে সহযোগিতা করা। 
মৌসুমী আহমেদ
সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

 যাকে ভালোবাসব, সারা জীবন তার পাশে থাকতে চাই। সে সুযোগ আমি তাকে করে দিতে চাই। সে–ও যেন সারা জীবন আমার পাশে থাকে। সে প্রত্যাশা করি।
সাদ্দাম হোসেন
সভাপতি, রাজশাহী বন্ধুসভা

 আমার ভালোবাসার মানুষ যদি সব সময় চোখের সামনে থাকত, সব সময় পাশে থাকত, সব সময় দেখতে পারতাম। ভালোবাসায় থাকুক শ্রদ্ধা। ভালোবাসায় থাকুক পবিত্রতা।
প্রিয়াংকা সাহা
অর্থ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা

 ‘মুই হোজহাং’ চাকমা ভাষায় এর অর্থ হচ্ছে ‘আমি ভালোবাসি’। বন্ধুত্বের ভালোবাসাটাই আসল। একজনের সঙ্গে পাঁচ বছর ধরে ফোনে কথা বলছি। এখনো দেখা হয়নি। যদিও ফেসবুকে দেখেছি।
দীপান্বিতা চাকমা
সভাপতি, রাঙামাটি বন্ধুসভা

 আমার কাছে ভালোবাসা হচ্ছে, একটু অভিমান। একটু দূরত্ব, একটু ঝগড়া, একটু আবদার এবং অনেকখানি বন্ধুত্ব। যা আমায় ভালোবাসার কাছে নিয়ে যায়।
দিবা সরকার
সাহিত্য সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা

 আমার শরীরের কোথাও ব্যথা হলে আমি যেমন টের পাই, আমার স্ত্রীর কোথাও ব্যথা হলেও আমি টের পাই। ভালোবেসে বিয়ে করেছি। আমি আমাকে যতটুকু ভালোবাসি, ওকেও ততটুকুই ভালোবাসি।
এম ডি হাসান
সভাপতি, নোয়াখালী বন্ধুসভা

 প্রথম তাকে একটি গোলাপ দিয়েছিলাম। কিন্তু ভালোবাসার কথা বলা হয়নি। তারপর কয়েক মাস পরে বলেছি, ভালোবাসি। সেই ভালোবাসা আট বছর ধরে চলছে।
শাহ সিকান্দার
সভাপতি, সিলেট বন্ধুসভা

 সব বয়সেই ভালোবাসতে ইচ্ছে করে। মনের মতো মানুষ পেলে কোনোভাবেই ভালোবাসাকে আটকানো যায় না। ভালোবাসা, ভালোবাসাই।
পল্লবী খাস্তগীর
সহসভাপতি, চট্টগ্রাম বন্ধুসভা

 ভালোবাসা সর্বময় ছড়িয়ে পড়ুক। নারী-পুরুষের ভালোবাসা হচ্ছে স্বর্গীয়। এটা শাশ্বত হোক। যেকোনো বয়সে যে কারও সঙ্গে ভালোবাসা হতে পারে।
কুমার লাভলু
সভাপতি, মাদারীপুর বন্ধুসভা

 ভালোবাসা মানে রঙিন দুটি ঘুড়ি। একই আকাশে ছুটে চলা। ভালোবাসা স্বাধীন। ভালোবাসায় নেই কোনো সংশয়।
শাকিল আহমেদ
সাধারণ সম্পাদক, বরিশাল বন্ধুসভা

 তিনি আমাকে আমার মতো করে কখনো ভাবেননি। আমি তাঁর সবকিছু ফলো করতাম। আমার সঙ্গে কথাও হতো। আমার ভালোবাসার কথা জানিয়েছিলাম। এক বছর হলো যোগাযোগ বন্ধ। একটু যদি সুযোগ পেতাম বলতে, ‘আপনি কেমন আছেন?’
সুমাইয়া মাহমুদ
সদস্য, ফরিদপুর বন্ধুসভা

গ্রন্থনা: সাইদুজ্জামান রওশন
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ