চট্টগ্রামসভার আয়োজন

ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে বন্ধুসভার কার্যালয়ে আয়োজন করা হয় পাঠচক্রের। বন্ধুসভার জাতীয় সমাবেশের স্মারকগ্রন্থ মাথা তোলবার সাহস বইটি নিয়ে বসে এই পাঠচক্রের আয়োজন। ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে চারটায় বড় পর্দায় বন্ধুরা উপভোগ করেন জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি। জহির রায়হান নির্মিত সামাজিক এই চলচ্চিত্রে বাঙালির ভাষা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ‘রচি মম ফাল্গুনী’ শিরোনামের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বন্ধুরা ১৬ ফেব্রুয়ারি বরণ করেন ঋতুরাজ বসন্তকে। আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বন্ধুসভা কক্ষে বসবে ‘ভাষার জন্য ভালোবাসা’ শিরোনামের আড্ডার আসর। এতে ভুল বানান আর ভাষার বিকৃতি ঠেকাতে কী করা যায়, সেসব নিয়ে হবে আলোচনা। রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার প্রতি কীভাবে ভালোবাসা দেখানো যায়, সেটিও উঠে আসবে বন্ধুদের আড্ডায়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরিতে অংশ নেবেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এরপর বন্ধুরা সহযোগিতা করবেন চট্টগ্রামে অনুষ্ঠিত বর্ণমেলার আয়োজনে।

‘ভাষার ভেলায় ভেসে’ শিরোনামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে ২৩ ফেব্রুয়ারি বিকেলে। গান, নাচ ও নাটিকার পরিবেশনায় বন্ধুরা এ আয়োজনে ফুটিয়ে তুলবেন ১৯৫২ সালের উত্তাল সেই দিনগুলোকে। এ আয়োজনে দেখানো হবে মাতৃভাষা অর্জনের মধ্য দিয়েই শেষ হয়ে যায়নি ভাষা আন্দোলন। ২৪ ফেব্রুয়ারি বিকেলে বন্ধুসভা কক্ষে বসবে ‘আগুন ঝরা ফাগুন’ শিরোনামের কবিতা পাঠের আসর। এতে ভাষাশহীদদের উৎসর্গ করে কবিতা আবৃত্তি করবেন বন্ধুরা। ২৮ ফেব্রুয়ারি হুমায়ুন আজাদ রচিত লাল নীল দীপাবলি বইয়ের পাঠচক্রের মাধ্যমে শেষ হবে ভাষাশহীদদের প্রতি মাসব্যাপী শ্রদ্ধা জানানোর আয়োজন।

লেখক: সভাপতি, চট্টগ্রাম বন্ধুসভা