মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান ৭১ আড্ডা

মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান ৭১ আড্ডা
মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান ৭১ আড্ডা

১ মার্চ বৃহস্পতিবার প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। ‘৭১ আড্ডা’ শিরোনামে এই অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪ টায়।দুই ঘন্ট ব্যাপি এই আয়োজনে বন্ধুরা কবিতা আবৃত্তি, দেশত্ববোধক গান ও মুক্ত আলোচনা করে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে।
অনুষ্ঠান শুরু হয় দেশত্ববোধক গান মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা দিয়ে, গান করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধু পৌলমী অদিতি অন্তরা। এরপর স্বরচিত কবিতা আবৃত্তি করেন সাহিনা মিতা, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হাসান সালেহ জয়, বিশিষ্ট আবৃত্তিকার ও মাদারীপুর বন্ধুসভার সভাপতি কুমার লাভলু, জাতীয় পর্ষদের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোহতারিমা রহমান। মুক্তিযুদ্ধ নিয়ে বন্ধুরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর বন্ধুসভাসহ বিভিন্ন বন্ধুসভার ত্রিশজন বন্ধু। বন্ধুদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বিষয়ে ধারণা দেন ও পুরো অনুষ্ঠান সঞ্চলনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।