পুডিং

সেদিন গিয়েছিলাম এক আত্মীয়ের বিয়েতে। গিয়ে দেখি, পুরো কমিউনিটি সেন্টার ফাঁকা। কেউ আসেনি। সবাই খেলা দেখায় ব্যস্ত। খেলা শেষে সবাই এল। এ শুধু আমাদের দেশেই সম্ভব। বিশ্বকাপে নিজের দেশ নেই, তবু শুধু ফুটবলকে ভালোবেসে আমাদের এই উন্মাদনা। কখনো বাংলাদেশ যদি খেলার সুযোগ পায় বিশ্বকাপে, কী হবে তা আর ভাবনায় আসছে না।

সুপার এইট ঘিরে আমাদের অফিসে ডিপার্টমেন্টের হেড ঘোষণা দিলেন, সবাই আটটি দল থেকে একটি করে নাম ঘোষণা দিন। যাঁদের অনুমান সত্যি হবে, তাঁদের জন্য থাকবে রেডিসন গ্র্যান্ড হোটেলে ডিনার। খেলা ঘিরে আমাদের এই আনন্দ চলতে থাকবে আরও কিছুদিন। সেদিন বাসায় গিয়ে শুনি, পাশের বাসার ভাবি ব্রাজিলকে এতটাই ভালোবাসেন যে বাসায় আমের বানানো ব্রাজিল পুডিং দিয়ে গেছেন। পুডিংয়ের ওপরে ব্রাজিলের পতাকা আঁকা। সবই আমাদের দিয়ে সম্ভব। ব্রাজিলের বিদায়ে ভাবীর কি হয়েছে কে জানে।

শাকিল মাহবুব: নির্বাহী সভাপতি, জাতীয় পরিচালনা পর্ষদ।