কী হাওয়ায় মাতালো

দেবলীনা সুর
দেবলীনা সুর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কী হাওয়ায় মাতালো শিরোনামের রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীতশিল্পী দেবলীনা সুর দোলা। অ্যালবামের সংগীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন ভারতের সংগীত পরিচালক রণজয় ভট্টাচার্য্য।
সাতটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো হলো—মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো; হে সখা, মন হৃদয়ে রহো; খেলাঘর বাঁধতে লেগেছি; তুমি কোন্‌ কাননের ফুল; নয় এ মধুর খেলা—; ও যে মানে না মানা; তোমায় গান শোনাব। ইতিমধ্যে অ্যালবামের সিডি বাজারে পাওয়া যাচ্ছে। অ্যালবামের শিরোনামের গানটি দিয়ে তিনি একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও তৈরি করেছেন। নিজের মডেলিং করা এই ভিডিও গানটি ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।
অ্যালবাম প্রসঙ্গে শিল্পী বলেন, ‘রবীন্দ্রপ্রেমে সিক্ত এই গানগুলো আমার ভালো লাগার ও ভালোবাসার। আশা করি আমার এই নিবেদন সবার ভালো লাগবে।’
গানগুলো সিডির পাশাপাশি জিপি মিউজিক, রবি স্প্ল্যাশ, বাংলালিংক ভাইবসহ অন্যান্য মোবাইল অপারেটরেও প্রকাশ পেয়েছে।
দেবলীনা সুর প্রথম আলো  বন্ধুসভার সদস্য।