জামালপুর বির্তক উৎসব

জামালপুরে অনুষ্ঠিত হলো পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক বির্তক উৎসব। বির্তাকিকদের পক্ষে বিপক্ষে যুক্তি তর্কে আর দর্শনার্থীদের করতালিতে প্রাণবন্ত হয়ে উঠে উৎসবটি।

২৯ অক্টোবর সোমবার সকাল সাড়ে নয়টায় জিলা স্কুল প্রাঙ্গনে বির্তক উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীরা নিবন্ধন ফরম পূরন করে।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুভ সুচনার পর জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক ছামছুন নাহার মাকছুদা বির্তক উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.কবীর উদ্দিন। উৎসবে জামালপুর-শেরপুর অঞ্চলের অংশ নেয়া ৯টি স্কুলের মধ্যে প্রত্যেক বিষয় লটারির মাধ্যমে উৎসবে রাউন্ডগুলো নির্ধারিত হয়।

অতি​থিদের স​​ঙ্গে বিজয়ী বিতার্কিকরা
অতি​থিদের স​​ঙ্গে বিজয়ী বিতার্কিকরা

যুক্তি তর্কের লড়াইয়ে চূড়ান্ত রাউন্ডে জামালপুর জিলা স্কুল চ্যাম্পিয়ন ও হাসিল স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের নাছিফুল ইসলাম।উৎসবের সমাপনীতে বিজয়ী বিতার্কিদের হাতে পুরস্কার তুলে দেন বিচারক জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, মর্ডরেটর জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব কুমার সরকার , জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হাই আল হাদী ও প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ।বির্তক উৎসবে জামালপুর জিলা স্কুল, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, হাসিল বালিকা উচ্চবিদ্যালয়, প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজামাল স্কুল অ্যান্ড কলেজ, লাইটহাউজ স্কুল অ্যান্ড কলেজ, শেরপুরের ডিক্টোরিয়া একাডেমি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেন।এর আগে দুপুর একটায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল জামালপুর বন্ধুসভা।

অতি​থিদের স​​ঙ্গে জামালপুর বন্ধুসভার বন্ধুরা​
অতি​থিদের স​​ঙ্গে জামালপুর বন্ধুসভার বন্ধুরা​