নওগাঁসভার 'একটি ভালো কাজ'

২ নভেম্বর, শুক্রবার সকাল। পরিকল্পনা অনুযায়ী নওগাঁ বন্ধুসভার বন্ধুরা রওনা করলেন রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নে। উদ্দেশ্য ইতিহাসের কাছে যাওয়া। কাছে থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা।
নওগাঁ শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আতাইকুলা গ্রামের মধ্যেই ঘটেছিল ইতিহাসের নৃশংস ঘটনা। যুদ্ধের সময় সেখানে ৫২ জন মানুষকে একসঙ্গে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা এবং অনেক মা–ই হয়েছেন বীরাঙ্গনা।
তাঁদের মধ্যে চারজন মাকে আমরা পেয়েছি। তাঁরা বেঁচে আছেন অবহেলা আর অনাদরে শুভ্র বসনে বিধবা ‘বীরাঙ্গনা’ হয়ে।

স্থানীয় বদ্ধভূমিতে ফুলেল শুভেচ্ছা এবং এক মিনিট নীরবতা পালন করে বন্ধুরা
স্থানীয় বদ্ধভূমিতে ফুলেল শুভেচ্ছা এবং এক মিনিট নীরবতা পালন করে বন্ধুরা


তাঁদের ফুলের ডালা দিয়ে বরণ করার হয়। প্রত্যেককে দেওয়া হয় শাড়ি, কম্বল, খাবার, ফলমূল এবং নগদ ৫০০ টাকা।
পরে স্থানীয় বদ্ধভূমিতে ফুলেল শুভেচ্ছা এবং এক মিনিট নীরবতা পালন করে সবাই।