টাঙ্গাইলসভার সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বন্ধুরা
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বন্ধুরা


দেখতে দেখতে প্রথম আলোর ২০ বছর পূর্ণ হলো। নানা বাধা–বিপত্তি কাটিয়ে প্রথম আলো আজ এতদূর। প্রথম আলো ভালোর সঙ্গে থেকেছে, আলোর পথে চলেছে।
পাঠকদের ভালোবাসায় প্রথম আলো আজ দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা। প্রথম আলো শুধু একটি পত্রিকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানসহ সুবিধাবঞ্চিত মানুষদের নানাভাবে সাহায্য করছে, তাই প্রথম আলো সবার প্রিয়।

সুবিধাবঞ্চিত মহিলাকে শীতবস্ত্র দিচ্ছেন একজন বন্ধু
সুবিধাবঞ্চিত মহিলাকে শীতবস্ত্র দিচ্ছেন একজন বন্ধু


প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি বন্ধুসভার বন্ধুরা একটি করে ভালো কাজ করে থাকেন। এ বছরও বন্ধুরা সারা দেশে একটি করে ভালো কাজ করছেন। এ ধারাবাহিকতায় টাঙ্গাইল বন্ধুসভার বন্ধুরা শহরের ভাসানী হল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের আগেই শীতবস্ত্র পৌঁছে দেন। যাতে শীতের মধ্যে তারা কষ্ট না পায়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো টাঙ্গাইলের প্রতিনিধি, টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি অজয় কর্মকার, সাধারণ সম্পাদক শুভ্র দে সরকারসহ টাঙ্গাইল বন্ধুসভার বন্ধুরা।

সুবিধাবঞ্চিত মহিলাকে শীতবস্ত্র দিচ্ছেন একজন বন্ধু
সুবিধাবঞ্চিত মহিলাকে শীতবস্ত্র দিচ্ছেন একজন বন্ধু


এরপর প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল বন্ধুসভার বন্ধুরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়।
বন্ধুদের শপথ পাঠ করান টাঙ্গাইল বন্ধুসভার অধ্যাপক বাদল মাহমুদ। বন্ধুরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।