পার্বতীপুর বন্ধুসভার দিনব্যাপী অনুষ্ঠান

৫ নভেম্বর, সোমবার দিনাজপুরের পার্বতীপুরে প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে পার্বতীপুর বন্ধুসভা এ নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

নৃত্য পরিবেশন করেন বন্ধু আভা
নৃত্য পরিবেশন করেন বন্ধু আভা


অনুষ্ঠানে বন্ধুসভার সদস্য ও উপস্থিত পাঠকদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করেন পার্বতীপুর থিয়েটারের পরিচালক প্রবীণ নাট্যব্যক্তিত্ব মোফাজ্জল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মনছুর রহমান, মলি­কা সরকার ও প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম।সভাপতিত্ব করেন পার্বতীপুর বন্ধুসভার সভাপতি মাহাফুজুল ইসলাম।

নৃত্য পরিবেশন করেন বন্ধু রনি
নৃত্য পরিবেশন করেন বন্ধু রনি

সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান গেয়েছেন শিল্পী হোসনে আরা লিপি, পুলক, এ্যামি, নৃত্য পরিবেশন করেন আভা, তন্নি, নোভা, রোদসী, রনি ও দিগন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার বন্ধু অবন্তিকা মান্নাত পিয়া।

কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম পরিচ্ছনতার কাজে অংশ নেয় বন্ধুরা
কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম পরিচ্ছনতার কাজে অংশ নেয় বন্ধুরা


পার্বতীপুর বন্ধুসভার সদ্যসরা একটি ভালো কাজের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম পরিচ্ছনতার কাজে অংশ নেন। এ ছাড়া প্লাটফর্মে একটি ডাস্টবিন স্থাপন করা হয়।