খুলনা বন্ধুসভার একটি ভালো কাজ

প্রথম আলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে বন্ধুসভা। তাই তো প্রতিবছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুসভা একটি ভালো কাজ করে থাকে।

পার্চিং করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন একজন বন্ধু
পার্চিং করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন একজন বন্ধু


প্রথম আলোর এবারের স্লোগান ‘ভালোর সাথে আলোর পথে’। আলোর পথে চলতে এবং ভালোর সঙ্গে থাকতে খুলনা বন্ধুসভা এবারের ভালো কাজ করতে গিয়েছিল খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া গ্রামে। সেখানকার কৃষকদের মাঝে কীটনাশক ব্যবহারের অপকারিতা তুলে ধরেন বন্ধুসভার বন্ধুরা।

পার্চিং করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন একজন বন্ধু
পার্চিং করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন একজন বন্ধু


‘প্রাকৃতিক উপায়ে পোকা দমন করি, দেহ ও মন সুস্থ রাখি আর নয় কীটনাশক ব্যবহার’ এ বিষয়গুলোর সঙ্গে পার্চিং পদ্ধতি নিয়ে আলোচনা এবং বন্ধুসভার সদস্যরা মাঠে নেমে পার্চিং করার পদ্ধতি শিখিয়ে দেন। একই সঙ্গে কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকার কথা বলেন। এ সময় গ্রামের কৃষকেরা বন্ধুসভার কাজকে প্রশংসা করেন এবং পার্চিং পদ্ধতি ব্যবহার করে পোকা দমনের কথা বলেন। বন্ধুসভার এই ভালো কাজের সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে এসেছিল বটিয়াঘাটা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বটিয়াঘাটা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বন্ধুসভার এই কাজকে প্রশংসা করে ভবিষ্যতে আরও সহযোগিতার কথা বলে।