শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী

২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়
২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়

যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। জন্মলগ্ন থেকেই এই বিশ্বাস মনের গভীরে নিয়ে প্রথম আলো সব সময় মানুষ, সমাজ ও দেশের ভালোর সঙ্গে থাকার চেষ্টা করছে। ‘ভালোর সঙ্গে আলোর পথে’ এভাবে পথ চলতে চলতে প্রথম আলো ২০ বছর পূর্ণ করেছে৷ প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা। সারা বছরের মতো প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবছরই একটি ভালো কাজ করে প্রতিটি বন্ধুসভা। এরই ধারাবাহিকতায় সিলেট বন্ধুসভা এবারও একটি ভালো কাজ করেছে। ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সিলেট বন্ধুসভা অসহায় শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেয়। সিলেটের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর হাতে পুরো এক বছরের জন্য শিক্ষাসামগ্রী দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে কলম, পেনসিল, ইরেজার, বন্ধুসভার তৈরি খাতা এবং এক রিম করে কাগজ দেওয়া হয়।